গায়ের জোরে শাসনের দিন শেষ, সাহস থাকলে গণভোট দেন: গোলাম পরওয়ার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৬ পিএম
ছবি : সংগৃহীত
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গায়ের জোরে দেশ শাসনের দিন শেষ হয়ে গেছে। তিনি বলেন, বিরোধী দলকে দমন করে আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন যারা দেখেন, তাদের সময় শেষ। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা রেখে সাহস থাকলে গণভোট দিন, মন্তব্য করেন তিনি।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজের পর রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতের এই নেতা।
তিনি বলেন, "গুরুত্বপূর্ণ সংস্কার ছাড়া বিদ্যমান কাঠামোয় নির্বাচন হলে আরেকটি ফ্যাসিবাদী সরকার জন্ম নেবে, যা বাংলার মানুষ মেনে নেবে না"।
প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি নিয়ে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, “সংবিধান দেখিয়ে পিআরকে অগ্রাহ্য করা হলে, বর্তমান সরকারের অবস্থানও সংবিধানবিরোধী। শেখ হাসিনার সংবিধান অনুযায়ী নির্বাচন ২০২৯ সালে হওয়ার কথা, তাহলে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন কেন?”
তিনি আরও বলেন, "পিআর বাস্তবায়নের জন্য গণভোট দিন। সার্ভেতে ৭০ শতাংশ মানুষ পিআরের পক্ষে, ঐকমত্য কমিশনে ৩১ দলের মধ্যে ২৫টি দল পিআর সমর্থন করেছে। জনগণ যদি পিআর চায়, সরকারকে তা মানতেই হবে। আর বিপক্ষে গেলে জামায়াতও তা মেনে নেবে। কিন্তু সরকার গণভোটকে ভয় পাচ্ছে।”
গোলাম পরওয়ার বলেন, “পিআর পদ্ধতির মাধ্যমে কালো টাকা ও পেশিশক্তিমুক্ত একটি গুণগত সংসদ গঠন সম্ভব, যেখানে কোনো দল ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবে না। তাই তারা পিআর ঠেকাতে চায়।”
এই বক্তব্যে সংবিধান, নির্বাচন ও গণতন্ত্র নিয়ে জামায়াতের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছেন অধ্যাপক গোলাম পরওয়ার, যা আসন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।



