Logo
Logo
×

রাজনীতি

পাঁচ দফা দাবিতে বাড্ডায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩০ পিএম

পাঁচ দফা দাবিতে বাড্ডায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ

ছবি : সংগৃহীত

জুলাই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং গণহত্যার বিচারসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর বাড্ডায় গণসমাবেশ শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ জুমা আড়াইটায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়। এর আগে জুমার নামাজ শেষে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হন।

মিছিলে অংশগ্রহণকারীরা রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা এবং পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে শ্লোগান দেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের যুগ্ম মহাসচিব ও ঢাকা-১১ আসনের প্রার্থী প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

বক্তারা জাতীয় পার্টি ও ১৪ দলের বিচার কার্যক্রম চলাকালীন তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার দাবি জানান। পাশাপাশি ভারতীয় প্রভাব ও ফ্যাসিবাদের দোসরদের বিচারের দাবিও তোলেন।

আয়োজকদের মতে, রাজধানী ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার নেতাকর্মী এই গণসমাবেশে অংশ নিয়েছেন, যা দলের দাবিগুলোকে জাতীয় পর্যায়ে আরও জোরালোভাবে তুলে ধরার প্রয়াস।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন