Logo
Logo
×

রাজনীতি

আফগানিস্তানের রাষ্ট্রীয় আমন্ত্রণে মামুনুল হকসহ ৭ আলেম

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৩ পিএম

আফগানিস্তানের রাষ্ট্রীয় আমন্ত্রণে মামুনুল হকসহ ৭ আলেম

ইসলামি আমিরাত আফগানিস্তানের রাষ্ট্রীয় আমন্ত্রণে দেশটিতে পৌঁছেছেন মাওলানা মামুনুল হক। তিনিসহ বাংলাদেশি আলেমদের একটি প্রতিনিধি দল গতকাল (১৭ সেপ্টেম্বর) বুধবার সকালে রাজধানী কাবুলে পৌঁছেছেন বলে জানা গেছে।

মাওলানা মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক হাসান জুনাইদ স্ট্রিমকে জানিয়েছেন, প্রতিনিধি দলটি আগামী এক সপ্তাহ আফগানিস্তানে অবস্থান করার কথা রয়েছে। এই সময়ে তাঁরা তালেবান সরকারের প্রধান বিচারপতি, একাধিক মন্ত্রী, শীর্ষ উলামায়ে কেরামউচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন

বিশেষভাবে মানবাধিকারনারীর অধিকার বিষয়ে পশ্চিমা মহলে যে সমালোচনা রয়েছে, সে প্রসঙ্গেও তারা বাস্তব অবস্থান সরাসরি পরিদর্শন করবেন বলেও জানিয়েছেন হাসান জুনাইদ।

মাওলানা মামুনুল হক ছাড়াও প্রতিনিধি দলে আরও রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ (মধুপুরের পীর), হেফাজতের নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল, জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা মনির হোসাইন কাসেমী, বারিধারা মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা আব্দুল হক ও মাওলানা মাহবুবুর রহমান।

হাসান জুনাইদ জানান, সফরকালে দুই দেশের আলেমদের মধ্যকার সম্পর্ক উন্নয়নসহ কূটনৈতিক সম্পর্ক জোরদার, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলোকে প্রতিনিধি দল আলোচনায় অগ্রাধিকার দেবেন। এ ছাড়া সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ এলাকা দেখতে যাবেন।

গত ১৪ সেপ্টেম্বর মাওলানা মামুনুল হকসহ এই প্রতিনিধি দলটি ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করেন। সেখানে তারা ওমরাহ আদায় করেন এবং আগামী ১৫ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠেয় ‘খতমে নবুওয়ত মহাসম্মেলন’ সফল করার লক্ষ্যে মক্কাস্থ প্রবাসীদের সঙ্গে এক সভায় মিলিত হন। ওমরাহ পালন শেষে গতকাল সকালে দুবাই হয়ে কাবুলে পৌঁছান তাঁরা।

বাংলাদেশ খেলাফত মজলিসের একটি সূত্র জানিয়েছে, ভিসা পাওয়া সাপেক্ষে এই সফরে আফগানিস্তান ছাড়াও মধ্যএশিয়ার আরও কয়েকটি দেশে মাওলানা মামুনুল হকের যাওয়ার কথা রয়েছে

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন