Logo
Logo
×

রাজনীতি

বিসিএস পরীক্ষার্থীদের ভোগান্তি এড়াতে কর্মসূচির সময় বদলালো জামায়াত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ পিএম

বিসিএস পরীক্ষার্থীদের ভোগান্তি এড়াতে কর্মসূচির সময় বদলালো জামায়াত

বিসিএস পরীক্ষার্থীদের ভোগান্তি এড়াতে পাঁচ দফা দাবিতে ঘোষিত ১৮ ও ১৯ সেপ্টেম্বরের কর্মসূচির সময় পরিবর্তন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ দুই দিন সকালের পরিবর্তে বিকেলে কর্মসূচি পালন করবে দলটি। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জামায়াতের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে বিষয়টি নিয়ে জানতে চাইলে জামায়াতের মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছিলেন, প্রয়োজনে বিসিএস পরীক্ষা শেষ হওয়ার পর কর্মসূচি করা হতে পারে। পরে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয় কর্মসূচি বিকেলে সরিয়ে নেওয়ার।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পাঁচ দফা দাবির ভিত্তিতে ১৫ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে ১৮, ১৯ ও ২৬ সেপ্টেম্বর কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। কিন্তু ওই দুই দিন সকালে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জামায়াত জানিয়েছে, পরীক্ষার্থীদের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আমরা সচেতন ও দায়িত্বশীল ভূমিকা নিয়েছি। বিকেলে কর্মসূচি পালন করলে পরীক্ষার কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটবে না। তাই সারাদেশের শাখাগুলোকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে, ১৮ ও ১৯ সেপ্টেম্বর সকালবেলায় কোনোভাবেই বিক্ষোভ কর্মসূচি পালন করা যাবে না।

এতে আরও বলা হয়, আমরা দোয়া করি, বিসিএস পরীক্ষার্থীরা যেন যথাযথ প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশ নিতে পারে এবং সফলভাবে উত্তীর্ণ হয়ে আগামীর বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে সক্ষম হয়।

জানা গেছে, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দাবিতে যুগপৎ আন্দোলনে নামছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ কয়েকটি রাজনৈতিক দল। ঘোষিত কর্মসূচি অনুযায়ী ১৯ সেপ্টেম্বর ঢাকাসহ দেশের বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ মিছিল হবে।

এদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের আট বিভাগীয় শহরে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী। পিএসসি সূত্রে জানা গেছে, এ পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন