পিআর ও জুলাই সনদ কার্যকরের দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৩ পিএম
ছবি : সংগৃহীত
উচ্চকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি বাস্তবায়ন, জুলাই সনদ কার্যকর এবং পাঁচ দফা দাবির ভিত্তিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর পুরান পল্টনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আমির মাওলানা মামুনুল হক।
ঘোষিত দাবিগুলোর মধ্যে রয়েছে:
জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ
আসন্ন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা
জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা
সংগঠনের কর্মসূচি অনুযায়ী:
১৮ সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ মিছিল
১৯ ও ২৬ সেপ্টেম্বর সারাদেশে ধারাবাহিক বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে
সংবাদ সম্মেলনে মামুনুল হক বলেন, “জুলাই ঘোষণাপত্রের মতো জুলাই সনদকেও কাগুজে ও অকার্যকর করে ফেলা যাবে না।” তিনি আরও জানান, দাবি আদায়ের লক্ষ্যে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, এনসিপি, নেজামী ইসলামী পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুগপৎ আন্দোলনের বিষয়ে আলোচনা চলছে।
এই কর্মসূচির মাধ্যমে সংগঠনটি রাজনৈতিক সংস্কার ও নির্বাচনী ন্যায্যতা প্রতিষ্ঠার দাবি জোরালোভাবে তুলে ধরতে চায়।



