Logo
Logo
×

রাজনীতি

জাকসু নির্বাচনে শিবির সমর্থিত সমন্বিত ছাত্র জোটের বিপুল জয়

Icon

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪০ এএম

জাকসু নির্বাচনে শিবির সমর্থিত সমন্বিত ছাত্র জোটের বিপুল জয়

ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (জাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত ছাত্র জোট দাপট দেখিয়েছে। ২৫টি পদে অনুষ্ঠিত নির্বাচনে ২০টি পদেই জোটটির প্রার্থীরা জয়লাভ করেছেন। এর মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হয়েছেন সাধারণ সম্পাদক (জিএস) পদে মো. মাজহারুল ইসলাম।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।

গুরুত্বপূর্ণ পদে জয়ের ধারা

জিএস পদে: মো. মাজহারুল ইসলাম পেয়েছেন ৩,৯৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিক্ষার্থী ঐক্য ফোরামের আবু তৌহিদ মো. সিয়াম পান ১,২৩৮ ভোট এবং ছাত্রদলের তানজিলা হোসাইন বৈশাখী পান ৯৪১ ভোট।

এজিএস (পুরুষ) পদে: ফেরদৌস আল হাসান জয়ী হয়েছেন ২,৩৫৮ ভোটে।

এজিএস (নারী) পদে: আয়েশা সিদ্দিকা মেঘলা জয়ী হয়েছেন ৩,৪০২ ভোটে।

অন্যান্য সম্পাদকীয় পদে বিজয়ী প্রার্থীরা

শিক্ষা ও গবেষণা সম্পাদক: আবু উবায়দা উসামা (২,৪২৮ ভোট)

পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক: সাফায়েত মীর (২,৮১১ ভোট)

সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: জাহিদুল ইসলাম (১,৯০৭ ভোট)

সহ-সাংস্কৃতিক সম্পাদক: মোহাম্মদ রায়হান উদ্দিন (১,৯৮৬ ভোট)

নাট্য সম্পাদক: রুহুল ইসলাম (১,৯২৯ ভোট)

সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ): মো. মাহাদী হাসান (২,১০৫ ভোট)

সহ-ক্রীড়া সম্পাদক (নারী): ফারহানা আক্তার (১,৯৭৬ ভোট)

তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক: মো. রাশেদুল ইসলাম (২,৪৩৬ ভোট)

সহ-সমাজসেবা সম্পাদক (পুরুষ): তৌহিদ হাসান (২,৪৪২ ভোট)

সহ-সমাজসেবা সম্পাদক (নারী): নিগার সুলতানা (২,৯৬৬ ভোট)

স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক: হুসনী মোবারক (২,৬৫৩ ভোট)

পরিবহন ও যোগাযোগ সম্পাদক: তানভীর রহমান (২,৫৫৯ ভোট)

কার্যকরী সদস্য পদে বিজয়ী নারীরা

নুসরাত জাহান ইমা (৩,০১৪ ভোট)

ফাবলিহা জাহান নাজিয়া (২,৪৭৫ ভোট)

নাবিলা বিনতে হারুন (২,৭৫০ ভোট)

কার্যকরী সদস্য পদে বিজয়ী পুরুষরা

হাফেজ তারিকুল ইসলাম (১,৭৪৬ ভোট)

মো. আবু তালহা (১,৮৫৪ ভোট)

সব মিলিয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এবারের কেন্দ্রীয় সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত ছাত্র জোট স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, যা ছাত্র রাজনীতিতে তাদের শক্ত অবস্থানকে আরও সুসংহত করেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন