ডাকসুর ভিপি সাদিক কায়েম
শিবিরের দীর্ঘ নীরবতা ভেঙে ক্যাম্পাসে বড় জয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫১ এএম
ডাকসুর ভিপি সাদিক কায়েম
৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মো. আবু সাদিক কায়েম। চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন বুধবার (১০ সেপ্টেম্বর) সিনেট ভবনে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
ভিপি পদে তিনি পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল-সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খানের সঙ্গে ব্যবধান ছিল নয় হাজারেরও বেশি। ডাকসুর সম্পাদকীয় ১২টি পদের মধ্যে ৯টিতে এবং সদস্যপদের ১৩টির মধ্যে ১১টিতে জয় পেয়েছেন শিবির-সমর্থিত প্রার্থীরা। সব মিলিয়ে ক্যাম্পাসে এখন শিবিরের জয়ের উল্লাস।
কেন ভোট দিলেন শিক্ষার্থীরা?
শিক্ষার্থীদের বড় অংশ জানিয়েছেন, শিবির-সমর্থিত প্রার্থীদের আচরণ, সহযোগিতার মনোভাব, বিশেষ করে নারী শিক্ষার্থীদের প্রতি সৌজন্য ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতিই মূল কারণ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শিবিরের সক্রিয় উপস্থিতি ও সাংগঠনিক দক্ষতার ভাবমূর্তি ভোটের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
অন্যদিকে ছাত্রদল-সমর্থিতদের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগ ভোটারদের কাছে নেতিবাচক প্রভাব ফেলেছে।
কে এই সাদিক কায়েম?
খাগড়াছড়ির বাসিন্দা সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। তিনি দাখিল ও আলিম পাস করেন বায়তুশ শরফ মাদরাসা থেকে। স্নাতক ও স্নাতকোত্তরে তৃতীয় স্থান অর্জনকারী এই মেধাবী শিক্ষার্থী বর্তমানে এমফিল করছেন।
শিবিরের বাইরে তিনি পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ, হিল সোসাইটি, সেভ ইয়ুথ-স্টুডেন্টস অ্যাগেইন্সট ভায়োলেন্স ও বাংলাদেশ ইয়ুথ ইনিশিয়েটিভ (BYI)-এর বিভিন্ন নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন।
জুলাই আন্দোলনের সময় তিনি ‘সালমান’ নামেও পরিচিত ছিলেন। প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খানও তাকে এ নামে উল্লেখ করে লেখেন, শিবির দীর্ঘ নীরবতার মধ্যেও এমন পরিণত নেতা তৈরি করতে সক্ষম হয়েছে।
দীর্ঘ নীরবতার পর শিবিরের প্রত্যাবর্তন
২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিবির কার্যত নিশ্চিহ্ন হয়ে পড়ে। তবে ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর শিবির নতুন কৌশলে প্রকাশ্যে সক্রিয় হতে শুরু করে। এবার ডাকসুর নির্বাচনে বিপুল ভোটে জয় তাদের সেই কৌশল ও সাংগঠনিক শক্তির প্রতিফলন বলেই মনে করছেন বিশ্লেষকরা।
ফলাফল ঘোষণার পর ভিপি সাদিক কায়েম বলেন, শিক্ষার্থীদের প্রত্যাশাই আমাদের প্রত্যাশা। যে মতের হোক না কেন, সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করবো এবং ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাস হিসেবে গড়ে তুলবো।



