Logo
Logo
×

রাজনীতি

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৫ পিএম

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আপাতদৃষ্টিতে ডাকসু নির্বাচন সুষ্ঠু মনে হলেও সেখানে রাজনৈতিক দলগুলোর শক্তি প্রদর্শন স্পষ্ট ছিল, যা জাতীয় নির্বাচনেও পুনরাবৃত্তি হতে পারে কিনা—সে বিষয়ে প্রশ্ন রয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত ‘সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ নির্বাচনের সময় সিসিটিভি পর্যবেক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, “নির্বাচন পূর্ব চ্যালেঞ্জের মধ্যে সংস্কার বাস্তবায়নের প্রক্রিয়া এখনও স্পষ্ট নয়। প্রশাসনকে নিয়ন্ত্রণে রেখে নির্বাচনকে পক্ষপাতমূলক করার প্রবণতা অনেকের মধ্যেই রয়েছে।”

তিনি আরও অভিযোগ করেন, “বিগত সরকারের সময়ের মতো এখনো বিভিন্ন এজেন্সি রাজনীতিকে নিয়ন্ত্রণ বা প্রভাবিত করার চেষ্টা করছে।”

গোলটেবিল আলোচনায় অংশগ্রহণকারীরা নির্বাচনী পরিবেশ, প্রশাসনের নিরপেক্ষতা এবং সংস্কার বাস্তবায়নের প্রয়োজনীয়তা নিয়ে মতামত দেন। হাসনাতের বক্তব্যে ডাকসু নির্বাচনের অভিজ্ঞতা থেকে জাতীয় নির্বাচন নিয়ে উদ্বেগের প্রতিফলন দেখা যায়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন