ডাকসু নির্বাচন
পূরণ করা ব্যালট বিতরণের ঘটনায় পোলিং অফিসার প্রত্যাহার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:২২ পিএম
ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কার্জন হলে অমর একুশে হলের ভোটকেন্দ্রে এক ভোটারকে আগে পূরণ করা ব্যালট পেপার দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট পোলিং অফিসার জিয়াউর রহমান চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তা এ এম মহিউদ্দীন তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেন। জিয়াউর রহমান চৌধুরী অমর একুশে হলের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে ভোটগ্রহণ চলাকালে এক ভোটারকে দুটি ব্যালট পেপার দেওয়া হয়, যা তিনি পূরণ করে একটি ব্যালট বাক্সে এবং অন্যটি টেবিলে জমা দেন। পরে আরেক ভোটারকে ভুলক্রমে সেই পূরণ করা ব্যালট পেপারটি দেওয়া হয়, যা তিনি ফেরত দেন।
ঘটনার বিষয়ে পোলিং এজেন্ট রাজিমুল ইসলাম এবং নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন পোলিং এজেন্ট বিষয়টি নিশ্চিত করেন। সাংবাদিকরা জিয়াউর রহমান চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি। তবে ঘটনার সময় তিনি বলেছিলেন, “অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে আরকি।”
নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।



