Logo
Logo
×

রাজনীতি

ডাকসু নির্বাচন

ভোটের পরিবেশ ভালো, অভিযোগ সীমিত : জিএস প্রার্থী হামিম

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:০১ এএম

ভোটের পরিবেশ ভালো, অভিযোগ সীমিত : জিএস প্রার্থী হামিম

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম বলেছেন, এবারের নির্বাচনে সামগ্রিকভাবে ভোটের পরিবেশ ভালো। শিক্ষার্থীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন, যদিও এতে কিছুটা কষ্ট হচ্ছে। তবে তিনি মনে করেন, জাতীয় ও রাষ্ট্রীয় স্বার্থে শিক্ষার্থীরা সেই কষ্ট মেনে নিচ্ছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) টিএসসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

হামিম বলেন, ভোটের পরিস্থিতি খুবই ভালো। শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কষ্ট হচ্ছে বটে, কিন্তু জাতীয় স্বার্থে তারা সেই কষ্টকে স্বীকার করছে।

তিনি আরও জানান, কিছু অভিযোগ পাওয়া গেলেও নিজেরা এখনো প্রত্যক্ষ করেননি। দেখা যাক শেষ পর্যন্ত পরিস্থিতি কেমন থাকে, বলেন তিনি।

তবে ভোটার তালিকা বিতরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এই জিএস প্রার্থী। তার অভিযোগ, আগে কোনো নির্ধারিত নিয়ম না থাকা সত্ত্বেও কিছু শিক্ষক হঠাৎ করে ভোটারদের স্লিপ বা ‘প্যানেলশিপ’ বিতরণে বাধা দিচ্ছেন। এটাই আপাতত একমাত্র সমস্যা, বাকিটা পরিবেশ ভালোই আছে, মন্তব্য করেন হামিম।

উল্লেখ্য, এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। ভিপি পদে ৪৫ জন, জিএস পদে ১৯ জন এবং এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৫ জন প্রার্থী।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন