Logo
Logo
×

রাজনীতি

ডাকসু নির্বাচন

সকালেই ভোটকেন্দ্রে শিক্ষার্থীদের উপচেপড়া ভিড়, ছাত্রীদের দীর্ঘ সারি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৫ এএম

সকালেই ভোটকেন্দ্রে শিক্ষার্থীদের উপচেপড়া ভিড়, ছাত্রীদের দীর্ঘ সারি

ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। শুরু থেকেই বিভিন্ন কেন্দ্রে বিশেষ করে ছাত্রীদের ভোটকেন্দ্রগুলোতে দীর্ঘ সারি দেখা গেছে।

এবার ক্যাম্পাসের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে। এর মধ্যে চারটিতে ছাত্ররা এবং বাকিগুলোতে পাঁচটি হলের ছাত্রী ভোটাররা ভোট দিচ্ছেন।

ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে কবি সুফিয়া কামাল হলের ৪ হাজার ৪৪৩ জন ভোটার ভোট দেবেন। সকাল ৯টার দিকে কেন্দ্রটিতে দীর্ঘ সারি দেখা যায়। একজন ভোটারকে একসঙ্গে একাধিক ব্যালটে ভোট দিতে হওয়ায় ভোটগ্রহণে ধীরগতি দেখা দিয়েছে। প্রস্তুতির ঘাটতি ও ব্যালট বাক্স খোলার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গিয়ে এ কেন্দ্রে ভোট শুরু হয় প্রায় ২০ মিনিট দেরিতে, ফলে ভোগান্তিতে পড়েন ছাত্রী ভোটাররা।

একই পরিস্থিতি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রেও। সেখানে শামসুন নাহার হলের ৪ হাজার ৯৬ জন শিক্ষার্থী ভোট দিচ্ছেন। একাধিক লাইনে ভোটারদের প্রবেশ করানো হলেও সারি ক্রমেই দীর্ঘ হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ৪ হাজার ৭৫৫ জন ভোটার ভোট দিচ্ছেন। এ কেন্দ্রেও সকাল থেকেই উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

অন্যদিকে ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) তুলনামূলক কম ভিড় দেখা গেছে। এখানে রোকেয়া হলের ৫ হাজার ৬৬৫ জন শিক্ষার্থী ভোট দিচ্ছেন।

ভোটগ্রহণের সার্বিক পরিস্থিতি সম্পর্কে ডাকসুর প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, সকালে ভোটার উপস্থিতি বেশ ভালো। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসছে। দীর্ঘ লাইনের কারণে কিছু ভোগান্তি হচ্ছে, তবে সবাই ভোট দিতে পারবে। বিকেল ৪টার মধ্যে যারা লাইনে দাঁড়াবে, তাদের ভোট যত দেরিই হোক গ্রহণ করা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন