Logo
Logo
×

রাজনীতি

ব্রাজিলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গোলাম পরওয়ার

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৬ পিএম

ব্রাজিলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গোলাম পরওয়ার

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার উদ্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা:শফিকুর রহমানের একটি শুভেচ্ছাবার্তা রাষ্ট্রদূততের কাছে হস্তান্তর করেন মিয়া গোলাম পরওয়ার।

 ঢাকার হোটেল ‘লা মেরিডিয়ান ঢাকা’র গ্র্যান্ড বলরুমে ব্রাজিলের ২০৩তম স্বাধীনতা দিবস উপলক্ষে রোববার (৭ সেপ্টেম্বর) এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকাস্থ ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেসের আমন্ত্রণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত,হাইকমিশনার,কূটনীতিক,রাজনৈতিক ব্যক্তিত্ব,অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা,সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিভিল সোসাইটির গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার,সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড.মাহমুদুল হাসান এ অনুষ্ঠানে যোগ দেন।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার উদ্দেশে ব্রাজিলের ২০৩তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা:শফিকুর রহমানের একটি শুভেচ্ছাবার্তা রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেসের কাছে হস্তান্তর করেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

এ সময় ব্রাজিল সরকারের দীর্ঘস্থায়িত্ব এবং ব্রাজিল সরকার ও জনগণের সুখ-শান্তি, সমৃদ্ধি এবং উন্নতি কামনা করার পাশাপাশি বাংলাদেশ ও ব্রাজিলের দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরো সুদৃঢ় এবং অর্থবহ হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। বিজ্ঞপ্তি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন