Logo
Logo
×

রাজনীতি

হাটহাজারী উপজেলা জামায়াতের আমীরকে অব্যাহতি

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০১ পিএম

হাটহাজারী উপজেলা জামায়াতের  আমীরকে অব্যাহতি

ছবি-যুগের চিন্তা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জোবরা গ্রাম নিয়ে বাংলদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা আমীর  সিরাজুল ইসলাম এর অনাকাংখিত একটি বক্তব্য "বিশ্ববিদ্যালয় আমাদের পৈতৃক সম্পত্তির উপর প্রতিষ্ঠিত। আমরা জমিদার,জমিদারের উপর কেউ হস্তক্ষেপ করবে,এটা আমরা মেনে নেব না।" যা বিভিন্ন অনলাইন,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় নিউজ আকারে প্রকাশিত হয়েছে এবং জামায়াতে ইসলামীর দৃষ্টিগোচর হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনে করে এ বক্তব্য মো. সিরাজুল ইসলামের নিজস্ব বক্তব্য যা বিশ্ববিদ্যালয় পরিবার বিক্ষুব্ধ হয়েছে এবং  সংগঠন এ বক্তব্যকে বিনয় পরিপন্থী মনে করে। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। আমরা এজন্য দুঃখ প্রকাশ করছি। এ বক্তব্যের কারণে  বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তরজেলা সিদ্ধান্ত নিয়ে তাঁকে  হাটহাজারী উপজেলা আমীরের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। 

জানা যায়, রবিবার ৭ সেপ্টেম্বর চট্টগ্রাম উত্তর জেলা আমীর মো. আলা উদ্দিন সিকদারের সভাপতিত্বে জরুরী জেলা কর্মপরিষদ বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

জামায়াতে ইসলামী মনে করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জোবরা গ্রাম কেউ কারো প্রতিপক্ষ নয়,পরস্পর পরিপূরক। এলাকাবাসী ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে অতীত ঐতিহ্য ও সৌহার্দপূর্ণ পরিবেশ বজায় ছিল, ভবিষ্যতেও এ ধরণের সৌহার্দপূর্ণ পরিবেশ বজায়  থাকবে এটাই আমরা প্রত্যাশা করি। 

উল্লেখ্য, সম্প্রতি ঘটে যাওয়া অনাকাংখিত একটি ঘটনায়  বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, ছাত্র, ছাত্রী ও জোবরা গ্রামের অধিবাসী যারা আহত হয়েছেন,বাড়ি ঘরে সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে আমরা তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। এছাড়া এ ঘটনাকে পুঁজি করে কেউ যাতে অনাকাংখিত আর কোন ঘটনা ঘটাতে না পারে এ জন্য প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীসহ সকলের সজাগ দৃষ্টি কামনা করছি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন