Logo
Logo
×

রাজনীতি

বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে বিএনপি

Icon

বগুড়া অফিস

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৪ পিএম

বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে বিএনপি

ছবি-যুগের চিন্তা

বগুড়ার সদরের সাবগ্রাম চকঝপু জিগাতলা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো তিন পরিবারের পাশে দাঁড়ালো আমরা বিএনপি পরিবার। অগ্নিকাণ্ডের খবর পেয়ে শুক্রবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমনের নির্দেশনায় ঘটনাস্থল পরিদর্শনে যান বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়কারী কালাম আজাদ।

তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নতুন পোশাক তুলে দেন এবং দ্রুত সহায়তার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন, মুফতি মনোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার আবু জাফর মো: রেজা, জাসাস সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পিয়াস, স্থানীয় বিএনপি নেতা ফারুক হাসান শিমুল, সাবেক , জেড ফোর্সের সাধারণ সম্পাদক কমল, স্বেচ্ছাসেবক দল নেতা নূর আলম, যুবদল নেতা এসএম রিপন।

পরিদর্শন শেষে কালাম আজাদ বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ ও জনগণের কল্যাণে কাজ করেন। তিনি সুদূর প্রবাসে থেকেও দেশের মানুষের খোঁজ-খবর রাখেন সবসময়। অসহায় নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মীদের সবসময় নির্দেশনা দেন।

তিনি বলেন, এখানে এসে যা দেখলাম এদের সব কিছু আগুনে পুড়ে গেছে। এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট আমরা গভীরভাবে অনুভব করছি। তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। খুব শিগগিরই আরও সহযোগিতা পৌঁছে দেওয়া হবে।'

গত মঙ্গলবার (২ আগস্ট) সন্ধ্যায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়মুহূর্তের মধ্যে আগুন মামুনুর রশিদ, মিনার হোসেনমোফাজ্জল হোসেনের ঘরে ছড়িয়ে পড়েস্থানীয়রাফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে তিনটি বাড়ির মূল্যবান কাগজপত্র, আসবাবপত্র ও নগদ অর্থসহ সব কিছু ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত মোফাজ্জ্বল হোসেন মন্ডল বলেন, 'আমাদের ঘরবাড়ি, আসবাবপত্র, নগদ টাকা সব পুড়ে ছাই হয়ে গেছে। পরিধেয় বস্ত্র ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন