দেড় মাস পর জনসম্মুখে জামায়াত আমির, বললেন সুস্থতা আল্লাহর হাতে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩২ পিএম
অসুস্থতার কারণে দীর্ঘ দেড় মাস পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জনসম্মুখে বক্তব্য দিয়েছেন। প্রথমেই তিনি মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আল্লাহর তৌফিক ছাড়া আজ এখানে এসে কথা বলতে পারতাম না।’
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা-১০ আসনের কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
জামায়াত আমির জানান, গত জুলাইয়ে অসুস্থ হওয়ার পর ২২ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড তার হৃদ্যন্ত্রে ব্লক শনাক্ত করে এবং বিদেশে চিকিৎসার পরামর্শ দেয়। তবে তিনি দেশে থেকেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন।
ডা. শফিকুর রহমান বলেন, চিকিৎসকরা সিঙ্গাপুর, ব্যাংকক বা আমেরিকার নাম বলেছিলেন। আমি জিজ্ঞেস করি, আল্লাহ কি শুধু সেই দেশগুলোতেই আছেন? যদি সেখানে তিনি আমাকে সুস্থ করতে পারেন, তবে বাংলাদেশেও পারেন।
তিনি আরও বলেন, অসুস্থতার পর জাতির প্রতি দায়িত্ববোধ আরও গভীরভাবে অনুভব করেছেন। মানুষের কল্যাণের জন্য জরুরি কিছু কথা বলার দায়িত্ব আমার। সেই তৌফিক আল্লাহ দিয়েছেন।
উল্লেখ্য, গত ১৯ জুলাই রাজধানীতে এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান তিনি। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে পরীক্ষায় কোনো বড় জটিলতা ধরা পড়েনি। দেড় মাস পর জনসম্মুখে ফেরায় জামায়াত নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরেছে।



