সাবেক মেয়র আতিকের গার্মেন্টস ঝুট ব্যবসায় লুট
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৩ পিএম
আশুলিয়ার জামগড়ার সাবেক যুবলীগ নেতা রনি ও তার সন্ত্রাসীবাহিনীকে দিয়ে মেয়র আতিকের গার্মেন্টস ( দ্যা রোজ গার্মেন্টস) এর সকল মালামাল বের করে নেয়ার জন্য ১২-১৪ টি ট্রাক প্রবেশ করিয়েছে কারখানায়। পুলিশের উপস্থিতে এসব মালামাল বের করা হচ্ছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে আশুলিয়ার জামগড়ার বটতলা এলাকায় এঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কারাগারে আটক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের মালিকানাধীন দি রোজ গার্মেন্টসের জুট পাওয়া নিয়ে বেশ কয়েক মাস ধরেই স্থানীয় দুই পক্ষের মাঝে বিরোধ চলে আসছিল। আজ সকালে কারখানা কর্তৃপক্ষ আজাদ নামের এক ব্যক্তির কাছে জুট বিক্রি করে। পরে জুট বের হওয়াকে কেন্দ্র করে সেখানে বেশ কয়েকটি দোকানপাট ও বাড়িঘরে হামলা চালায় সন্ত্রাসীরা।
অস্ত্রে সজ্জে সজ্জিত হয়ে একদল সন্ত্রাসী সেখানে আতঙ্ক সৃষ্টি করে । পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ এর জন্য আটক করে। এর আগেও গত কয়েক মাস ধরে বেশ কয়েকবার ওই গার্মেন্টসের জুট পাওয়াকে কেন্দ্র করে সেখানে সংঘর্ষ মারামারি হয়। স্থানীয়রা এ গার্মেন্টসের জুট পাওয়ার দন্দকে মিটিয়ে ফেলার পরামর্শ দিয়েছেন। আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন, ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এসব মালামাল বের হলে ঐ এলাকায় বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠন ও শ্রমিক নেতারা সহিংসতায় জড়াবে। এতে জান ও মালের ক্ষতি হওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে। এ বিষয়ে যথাযত ব্যবস্থা গ্রহনের দাবি এলাকাবাসীর।



