Logo
Logo
×

রাজনীতি

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৬ এএম

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ছবি : সংগৃহীত

রোববার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। ১৯৭৮ সালের এই দিনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাজধানীর রমনা রেস্তোরাঁয় আনুষ্ঠানিকভাবে দলটির যাত্রা শুরু করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা ও নানা কর্মসূচি হাতে নিয়েছে দলটি।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হন জিয়াউর রহমান। এরপর তার সহধর্মিণী খালেদা জিয়া রাজনীতিতে সক্রিয় হন। ১৯৮৩ সালের ১৩ জানুয়ারি তিনি রাজনৈতিক কর্মী হিসেবে আত্মপ্রকাশ করেন। একই বছরের মার্চে বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান এবং ১৯৮৪ সালের ১০ মে চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করেন।

বর্তমানে ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে মামলা, কারাবাস ও অসুস্থতার কারণে রাজনীতিতে সক্রিয় নন। ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তারেক রহমান, যিনি ২০০৭ সাল থেকে যুক্তরাজ্যে অবস্থান করছেন এবং সেখান থেকেই দল পরিচালনা করছেন।

বিএনপি তিনবার রাষ্ট্রক্ষমতায় ছিল। ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হয়ে প্রথমবার সরকার গঠন করে। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনে দ্বিতীয়বার ক্ষমতায় এলেও মাত্র ৪৫ দিনেই সরকারের পতন ঘটে। এরপর ২০০১ সালের অষ্টম জাতীয় নির্বাচনে জয়লাভ করে চারদলীয় জোটের নেতৃত্বে তৃতীয়বার সরকার পরিচালনা করে বিএনপি।

২০০৬ সালের পর থেকে দলটি আর ক্ষমতায় আসেনি। ফলে বিগত ১৭ বছরেরও বেশি সময় ধরে বিএনপি বিরোধী রাজনীতিতে রয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলটি অতীতের অর্জন স্মরণ করে ভবিষ্যতের রাজনৈতিক পথচিত্র নির্ধারণে নতুন প্রত্যয়ের বার্তা দিচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন