বিএনপি নেতাকর্মীকে আন্তরিক শুভেচ্ছা জানান সীমান্ত প্রধান
ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১০:০০ পিএম
ছবি-যুগের চিন্তা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জসহ সারা দেশের সকল বিএনপি নেতাকর্মীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফতুল্লা থানা যুবদলের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক সীমান্ত প্রধান।
গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় সীমান্ত প্রধান বলেন, “বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শন বুকে ধারণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। দীর্ঘ ৪৭ বছরে বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার,মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছে। স্বৈরাচারী শাসন থেকে দেশকে মুক্ত করতে এবং জনগণের রায়কে সম্মান জানাতে বিএনপি সবসময় আপোষহীন সংগ্রাম করে গেছে।”
তিনি আরও বলেন, “গত সতেরো বছর ফ্যাসিবাদী সরকার দেশের গণতন্ত্র অবরুদ্ধ, মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল এবং ভোটাধিকার হরণ করেছিল, তখন বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের নতুন করে উজ্জীবিত করে। দেশের এই ক্রান্তিকালে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আবারও গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
সীমান্ত প্রধান দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন,যুবদল সবসময় বিএনপির সকল কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করেছে এবং ভবিষ্যতেও করবে। আমরা বিশ্বাস করি,জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে এবং দেশের মানুষের মুখে হাসি ফোটাবে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমি মহান আল্লাহ তায়ালার কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ জীবন ও দীর্ঘায়ু কামনা করছি।
তিনি নারায়ণগঞ্জসহ দেশের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে দলের সুদিন ফিরিয়ে আনতে কাজ করার আহ্বান জানান এবং ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে সবাইকে দেশ ও জাতির কল্যাণে কাজ করার শপথ নেওয়ার অনুরোধ করেন।



