আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগ দাবি রাশেদ খাঁনের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১০:৩৪ এএম
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন। ফাইল ফটো
আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগ দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন। একই সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে তিনি বলেন, এ হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।
শুক্রবার (২৯ আগস্ট) দিনগত রাত পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন অভিযোগ করে বলেন, শুক্রবার বিকেল থেকেই তারা একাধিকবার হামলার শিকার হয়েছেন। প্রথমে আমার ওপর হামলা হয়, পরে প্রতিবাদে মশাল মিছিল করলে আবারও হামলা করা হয়, জানান তিনি।
তিনি আরও বলেন, যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এটি এক ধরনের ট্রায়াল হামলা। পরবর্তীতে অন্য রাজনৈতিক দলের ওপরও এ ধরনের হামলা হতে পারে।



