সংস্কার ও বিচার দৃশ্যমান না হলে নির্বাচন নয় : গোলাম পরওয়ার
খুলনা প্রতিনিধি :
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ১০:২০ পিএম
ছবি-সংগৃহীত
সংস্কার নিয়ে দেশে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সংস্কার ও বিচার দৃশ্যমান হওয়ার আগে দেশে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না।
শুক্রবার দিনব্যাপী খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ, লিফলেট বিতরণ, পথসভা ও ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন।
গোলাম পরওয়ার বলেন, আমাদের সামনে ব্যালটের যুদ্ধ আসছে। এতদিন দলীয় সরকারের অধীনে হয়েছে বলে সঠিক রায় হয়নি। যেখানে ভোট দিতে গেছে, যাওয়ার আগেই ভোট দেয়া হয়ে গেছে। এবার আশা করি, ভোট দিতে পারব।
তিনি বলেন, এতদিন অন্য দলের লোকেরা মন্দিরে হামলা, বাড়িতে হামলা, ঘের দখল, চাঁদাবাজি করেছে। আমাদের লোকেরা পূজায় মন্দিরে পাহারা দিয়ে সাহস ও সান্ত্বনা জুগিয়েছে।
জামায়াতে ইসলামী শান্তির সমাজ গঠনে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, হিন্দুদের বন্ধু সেজে যারা তাদেরই সম্পদ দখল করেছে, জুলুম করেছে, তারাই আবার এসব অপবাদ ইসলামী দলগুলোর ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা করেছে। কিন্তু হিন্দু সম্প্রদায়ের লোকজন সাক্ষ্য দিচ্ছে, কোনো ইসলামী দল তাদের ওপর জুলুম করেনি।
তিনি বলেন, এখন থেকে প্রতিটি ইউনিয়ন, গ্রাম, পাড়া-মহল্লাসহ প্রতিটি ঘরে ঘরে গিয়ে ন্যায়-ইনসাফের প্রতীক দাড়ি পাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে। দেশবাসী আর ২০১৪, ২০১৮ আর ২০২৪ এর মতো কোনো নির্বাচন দেখতে চায় না বলেও তিনি উল্লেখ করেন।



