নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে: আমীর খসরু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ০৩:৪০ পিএম
ছবি : সংগৃহীত
আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং সেই নির্বাচনকে ঘিরে প্রস্তুতি নিচ্ছে বিএনপি—এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (২৯ আগস্ট) বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “সবাই এখন নির্বাচনের অপেক্ষায় রয়েছে। এই নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে।”
তিনি আরও বলেন, “ভোটের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি ও সরকার নির্বাচন করবে। এতে জনগণ তাদের মৌলিক চাহিদা ও মতামত জনপ্রতিনিধিদের কাছে তুলে ধরতে পারবে। নির্বাচিত সরকার জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক হবে।”
অর্থনীতির প্রসঙ্গে আমীর খসরু বলেন, “আগে অর্থনীতি ছিল কিছু সীমিত মানুষের হাতে। এখন সেটিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। ক্ষুদ্র ও কুটির শিল্পকে আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ করে দিতে হবে, যাতে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হয়।”
এই বক্তব্যে তিনি রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতির জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া এবং ক্ষুদ্র শিল্পের গুরুত্ব তুলে ধরেন।



