যথাসময়ে নির্বাচন না হলে জাতি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে : মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ০১:৩৫ পিএম
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যথাসময়ে নির্বাচন না হলে জাতি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং দ্রুত অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করা আবশ্যক।
শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সৈয়দা ফাতেমা সালাম রচিত ‘রক্তাক্ত জুলাই’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, মানুষ আজ পরিবর্তন চায় এবং সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে। গণতন্ত্র উত্তরণের জন্য বিএনপি ১৫ বছর ধরে সংগ্রাম করছে, যার মধ্যে অনেক নেতার নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে, তবুও তাদের লক্ষ্য পূরণের সংগ্রাম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল হাই শিকদারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ইতি প্রকাশন অনুষ্ঠানের আয়োজক হিসেবে বইটি প্রকাশ করেছে।



