Logo
Logo
×

রাজনীতি

নির্বাচন বাধা দেয়ার চেষ্টা যারা করবে তারা নিশ্চিহ্ন হবে: মির্জা ফখরুল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ০৫:৫১ পিএম

নির্বাচন বাধা দেয়ার চেষ্টা যারা করবে তারা নিশ্চিহ্ন হবে: মির্জা ফখরুল

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একান্ত সাক্ষাৎকারে সময় সংবাদকে জানান, দেশের চলমান সংকটের সমাধানে নির্বাচনই একমাত্র পথ। তিনি বলেন, যারা নির্বাচন বর্জন বা বাধা দেওয়ার চেষ্টা করবে, তারা রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

গত মে মাসে লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর নির্বাচনকাল নির্ধারণে একটি ধারণা তৈরি হয়। পরে অন্তর্বর্তী সরকারের প্রধান জাতির উদ্দেশে ভাষণে জানান, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে রোডম্যাপ ঘোষণা করে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, “দেশের সমস্যাগুলোর সমাধানে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই।” তিনি আরও বলেন, “যারা হঠকারী সিদ্ধান্ত নিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চান, তারা নিজেদেরই ক্ষতিগ্রস্ত করবেন।” এবারের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি অতীতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করেছে এবং ভবিষ্যতেও সব ধরনের সহায়তা করবে বলে জানান মির্জা ফখরুল। তিনি রোডম্যাপ ঘোষণাকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন এবং রাজনৈতিক স্থিতিশীলতার জন্য দ্রুত নির্বাচন আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন