জিয়াউর রহমান গণতন্ত্র প্রবর্তন করেছিলেন :মঈন খান
স্টাফ রিপোর্টার :
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ০৪:৪৯ পিএম
ছবি-সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন,‘বেগম খালেদা জিয়া রাজনীতিতে পেছনের দরজা দিয়ে প্রবেশ করেননি,সম্মুখ দরজা দিয়ে তিনি বিরোধীদলের নেতৃত্বে থেকে দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন একটি সুষ্ঠ নিরপেক্ষ গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে।’
আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে ‘প্রকাশনা উৎসব-তারেক রহমানের রাজনীতি-গণঅভ্যুত্থানের সাবলিমিটি’ বই প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. মঈন খান বলেন, আমরা বাংলাদেশ অর্জন করেছিলাম, স্বাধীনতা অর্জন করেছিলাম। ছিল দু’টি উদ্দেশ্য। একটি ছিল গণতন্ত্র এবং দ্বিতীয়টি ছিল দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তি। স্বাধীনতার ৫৪ বছর ভেবেছিলাম আমাদের অনেক সমস্যার সমাধান হয়েছে, আমরা নতুন দেশ করেছি, এদেশের মানুষ মুক্ত জীবন নিয়ে, মুক্ত চিন্তা নিয়ে বসবাস করবে, বাস্তবে সেটি হয়নি। ছন্দপতন হয়েছে কখন? প্রথম ছন্দপতন ‘৭২ থেকে ‘৭৫, যখন একটি রাজনৈতিক দল যারা নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে দাবি করে। অথচ সেই রাজনৈতিক দল যখন স্বাধীনতার পরে একটি সরকার গঠন করল। তারা ভুলে গেল সেই মুক্তিযুদ্ধের মূল আদর্শের কথা। তারা যখন তাদের দলীয় আদর্শ এই দেশের প্রতিটি মানুষের ওপরে চাপিয়ে দিয়ে একটি একদলীয় সরকার গঠন করেছে জাতীয় সংসদের ভেতরে মাত্র ১১ মিনিটের ব্যবধানে।
তিনি বলেন, দেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্র প্রবর্তন করেছিল। আমরা শুনেছি আওয়ামী লীগ তথা কিছু কিছু রাজনৈতিক দল বিএনপি’র সমালোচনা করে। কী সমালোচনা করেছিল? তারা বলেছিল, বিএনপি’র জন্ম না কি ক্যান্টনমেন্টে হয়েছে। সেই সমালোচনার জবাব আমি দিয়েছি।
তিনি বলেন, আজকে স্পষ্ট করে আবারো বলতে চাই, বিএনপি’র জন্ম যদি ক্যান্টনমেন্টে হয়ে থাকে, যদি সেটা মেনে নিই। তাহলে আমি সেই প্রশ্নের জবাবে আরেকটি পালটা প্রশ্ন করব, আওয়ামী লীগের জন্ম যদি ক্যান্টনমেন্টের ভেতরে না হয়ে থাকে, তারা কেন গণতন্ত্রকে হত্যা করে এদেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিল?
তিনি আরো বলেন, ‘৭৫ এর পরে আবার এদেশে একটি সামরিক শাসন কায়েম করে। সেই সামরিক শাসনকে দূর করতে রাজপথে গৃহবধূ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অনুসারীরা রাজনীতিতে নিয়ে এসেছিলেন। এবং তিনি রাজপথে আট বছর সংগ্রাম করে এদেশে গণতন্ত্র পুনরায় ফিরিয়ে এনেছিলেন।
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার রাজনীতিতে পেছনের দরজা দিয়ে প্রবেশ করেনি, সম্মুখ দরজা দিয়ে তিনি বিরোধী দলের নেতৃত্বে থেকে দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন, একটি সুষ্ঠ নিরপেক্ষ গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে।



