Logo
Logo
×

রাজনীতি

ডাকসু নির্বাচন

প্রার্থীদের তালিকা প্রকাশ, দাবিদাওয়া ও অঙ্গীকারে জমে উঠছে নির্বাচনী মাঠ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১২:২৩ পিএম

প্রার্থীদের তালিকা প্রকাশ, দাবিদাওয়া ও অঙ্গীকারে জমে উঠছে নির্বাচনী মাঠ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এ তালিকা প্রকাশ করেন।

তালিকা অনুযায়ী, ডাকসুর ২৮টি পদের বিপরীতে মোট ৪৬২ জন প্রার্থী বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৪৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৮ জন রয়েছেন। ত্রুটির কারণে ৪৭ জনের প্রার্থিতা স্থগিত রাখা হয়েছে, যারা ২৩ আগস্ট পর্যন্ত আপিল করতে পারবেন। প্রার্থীদের মধ্যে ৪০২ জন ছাত্র ও ৬০ জন ছাত্রী রয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন জানান, ভোটার নম্বর, নাম পরিচয় ত্রুটিপূর্ণ, রেজিস্ট্রেশন নম্বর, বাবা-মায়ের নাম, স্বাক্ষর ভুলসহ বিভিন্ন কারণে ৪৭ জনের প্রার্থিতা স্থগিত করা হয়েছে। তারা আপিল করলে যাচাই-বাছাই করে দেখা হবে। হল সংসদে শুধু একটি পদ স্থগিত রাখা হয়েছে। এবং ২৩ আগস্ট পর্যন্ত আপিলের সুযোগ রয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ভিপি পদে ছাত্র ৪৩ জন, ছাত্রী ৫ জন; জিএস পদে ছাত্র ১৮ জন, ছাত্রী ১ জন; এজিএস পদে ছাত্র ২৪ জন, ছাত্রী ৪ জন; মুক্তিযুদ্ধ ও ছাত্র আন্দোলন সম্পাদক ছাত্র ১৪ জন, ছাত্রী ১ জন; বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ছাত্র ১০ জন, ছাত্রী ১ জন; ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক ছাত্র ৭ জন, ছাত্রী ২ জন; সমাজসেবা সম্পাদক ১৩ জন ছাত্র, ছাত্রী নেই; মানবাধিকার ও আইন সম্পাদক ছাত্র ৮ জন, ছাত্রী ৩ জন; স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ছাত্র ১২ জন, ছাত্রী ৩ জন; ছাত্র পরিবহন সম্পাদক ৯ জন ছাত্র, ছাত্রী নেই; ক্রীড়া সম্পাদক ছাত্র ১২ জন , ছাত্রী ১ জন; গবেষণা ও প্রকাশনা সম্পাদক ছাত্র ৭ জন, ছাত্রী ৪ জন; কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক ছাত্র ২, ছাত্রী ৯ জন; আন্তর্জাতিক সম্পাদক ১৫ জন ছাত্র, ছাত্রী নেই; সাহিত্য সম্পাদক ছাত্র ১৭, ছাত্রী ২ জন; সদস্য ছাত্র ১৯১ জন, ছাত্রী ২৪ জন মোট ২১৫ জন। সবমিলিয়ে ডাকসু মোট ছাত্র ৪০২ জন, ছাত্রী ৬০ জন প্রার্থী প্রাথমিক তালিকায় স্থান পেয়েছেন।

ব্যালট পেপারে প্রার্থীদের ছবি যুক্ত করার দাবি ছাত্র অধিকারের

ডাকসু ও হল সংসদ নির্বাচনে ব্যালট পেপারে প্রার্থীদের ছবি যুক্ত করার দাবি জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানায় ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামীন মোল্লা।

তিনি বলেন, ‘ডাকসু ও হল সংসদ নির্বাচনে একজন প্রার্থীকে ৪১টি ভোট দিতে হবে। একজন ভোটারের পক্ষে এত সংখ্যক প্রার্থীর নাম ও ব্যালট নম্বর মনে রাখা কঠিন। তাই ব্যালট পেপারে অবশ্যই প্রার্থীদের স্পষ্ট ছবি দিতে হবে। নারীদের ক্ষেত্রে তারা তাদের সুবিধা অনুযায়ী ছবি বসাতে দেবেন। অর্থাৎ, তারা যেভাবে স্বাচ্ছন্দ্যবোধ করবেন সেভাবেই তাদের ছবি ব্যালট পেপারে যুক্ত করতে হবে। প্রার্থীদের ছবি যুক্ত করা অতীব জরুরি।’

আবাসিক বিশ্ববিদ্যালয় করার প্রতিশ্রুতি ছাত্রদল প্যানেলের

ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার প্রতিশ্রুতি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল। গতকাল দুপুরে মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের প্যানেল থেকে মনোনীত সহসভাপতি (ভিপি) পদে ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘আমরা আমাদের শিক্ষার্থীদের আবাসন সংকট দূর করে তাদের মানসিক প্রশান্তি আনতে প্রচেষ্টা চালিয়ে যাব, যেন তারা বিশ্ববিদ্যালয়ের ভালোভাবে থাকতে পারেন এবং পড়ালেখা চালিয়ে যেতে পারেন। তাই পরিপূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় রূপান্তরে আমাদের সবচেয়ে বেশি প্রচেষ্টা এবং ফোকাস থাকবে।’ 

উমামার নেতৃত্বে ডাকসু নির্বাচনে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের’ পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা, ২৮ পদের বিপরীতে ২৯ প্রার্থী ঘোষণা

গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও মুখপাত্র উমামা ফাতেমার নেতৃত্বে ডাকসু নির্বাচনে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের’ পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়। এতে সহসভাপতি (ভিপি) পদের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী উমামা ফাতেমাকে এবং নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আল-সাদী ভূঁইয়াকে সাধারণ সম্পাদক (জিএস) পদে রাখা হয়েছে। সংবাদ সম্মেলনে ডাকসুর ২৮ পদের বিপরীতে ২৯ প্রার্থী ঘোষণা করেছেন উমামা ফাতেমা। এর মধ্যে ১৩টি পদে ১৪ জনকে প্রার্থী করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উমামা ফাতেমা বলেন, ‘আমরা এখন হয়তো হলগুলোতে গণরুম দেখছি না, কিন্তু ভবিষ্যতে হবে না- তার কোনো নিশ্চয়তা নেই। এই ডাকসু একটি ডিসাইসিভ (নির্ণায়ক) ফ্যাক্টর। এই নির্বাচনের মধ্য দিয়ে নিশ্চিত হবে, আগামী দিনে আমাদের হলগুলো দখল হবে কি না। এই সিদ্ধান্ত শিক্ষার্থীদেরই নিতে হবে। একটি ক্রান্তিকালে এই প্যানেলটি আমরা ঘোষণা করেছি।’

ডাকসু নির্বাচনের আচরণবিধি জারি

ডাকসু ও হল সংসদ নির্বাচনে উপঢৌকন বিলি-বণ্টন, আপ্যায়ন করানো, অর্থ সহযোগিতা, সেবামূলক কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে আচরণবিধি লঙ্ঘন বলে বিবেচিত হবে এবং লঙ্ঘনকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল ডাকসু ও হল সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

এতে বলা হয়, ‘নির্বাচনে অংশগ্রহণকারী কোনো প্রার্থী আজ (২১ আগস্ট) থেকে আগামী ১০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত স্বপ্রণোদিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক কোনো ধরনের সেবামূলক কাজে অংশ নিতে পারবেন না, কোনো ধরনের উপঢৌকন বিলি-বণ্টন করতে পারবেন না, এমনকি আপ্যায়ন করানো, অর্থ সহযোগিতা করা কিংবা অনুরূপ কোনো কার্যক্রমে যুক্ত হতে পারবেন না। এ ধরনের কার্যক্রম সুস্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘন বলে বিবেচিত হবে।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন