Logo
Logo
×

রাজনীতি

জাকসু নির্বাচনে শিবিরের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

Icon

জাবি প্রতিনিধি :

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ০৯:৫৯ পিএম

জাকসু নির্বাচনে শিবিরের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

ছবি-সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ নামের এ প্যানেল বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল পৌনে ৫টায় মনোনয়ন ফরম সংগ্রহ শেষে পুরাতন প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘোষণা করেন সংগঠনটির জাবি শাখার সভাপতি মুহিবুর রহমান মুহিব।

প্যানেলের শীর্ষ দুই পদে আছেন

সহ-সভাপতি (ভিপি) পদে ফার্মেসি বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী আরিফুল্লাহ আদিব

সাধারণ সম্পাদক (জিএস) পদে ইংরেজি বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী মাজহারুল ইসলাম

এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচিত হয়েছেন

ছেলে: প্রত্নতত্ত্ব বিভাগের ৪৯ ব্যাচের ফিরদৌস আল হাসান

মেয়ে: দর্শন বিভাগের ৪৮ ব্যাচের আয়েশা সিদ্দিকা মেঘলা

সম্পাদকীয় পদগুলোতে মনোনীতরা

শিক্ষা ও গবেষণা সম্পাদক: আবু উবায়দা উসামা

পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক: সাফায়েত মীর

সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: জাহিদুল ইসলাম বাপ্পি

সাংস্কৃতিক সম্পাদক: শাহরিয়ার

সহ-সাংস্কৃতিক সম্পাদক: রায়হান উদ্দিন

নাট্য সম্পাদক: রুহুল ইসলাম

ক্রীড়া সম্পাদক: শফিউজ্জামান শাহিন

সহ-ক্রীড়া সম্পাদক (ছেলে): মাহাদী হাসান

সহ-ক্রীড়া সম্পাদক (মেয়ে): লুবনা

আইটি ও গ্রন্থাগার সম্পাদক: রাশেদুল ইসলাম লিখন

সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক: হাফেজ আরিফুল ইসলাম

সহ-সমাজসেবা সম্পাদক (ছেলে): তৌহিদ

সহ-সমাজসেবা সম্পাদক (মেয়ে): নিগার সুলতানা

স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক: হোসনে মোবারক

পরিবহন ও যোগাযোগ সম্পাদক: তানভীর

কার্যকরী সদস্য

ফাবলিহা জাহান, নাবিলা বিনতে হারুন, নুসরাত জাহান, হাফেজ তরিকুল, আবু তালহা ও মহাসিন।

সংবাদ সম্মেলনে জাবি শাখা শিবিরের সভাপতি মুহিবুর রহমান মুহিব বলেন,

“বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে, তাদের নিয়ে আমরা একটি অন্তর্ভুক্তিমূলক প্যানেল দিয়েছি। এই প্যানেলের মাধ্যমে আমরা একটি গণতান্ত্রিক ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে চাই। শিগগিরই আমাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হবে।”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন