জামায়াতের দাবি পূরণ ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: হামিদুর রহমান আযাদ
স্টাফ রিপোর্টার :
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ০৭:২১ পিএম
ছবি-সংগৃহীত
নির্বাচন নিয়ে জামায়াতে ইসলামী যে শর্ত ও দাবি দিয়েছে, সেগুলো পূরণ করেই নির্বাচন আয়োজন করতে হবে বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)-এর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আযাদ বলেন, “পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য নতুন হলেও বিশ্বের জন্য নতুন নয়। বিশ্বের ১১৭টি গণতান্ত্রিক দেশের মধ্যে ৯১টিতে পিআর পদ্ধতিতে ভোট হয়। বাংলাদেশের ৫৩ বছরের রাজনৈতিক সংকটের অন্যতম কারণ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া সঙ্কট। যেখানে কালো টাকা, সন্ত্রাস, কেন্দ্র দখলসহ নানা অনিয়ম হয়েছে। এসব বন্ধ করতে চাইলে পিআর পদ্ধতি-ই সর্বোত্তম সমাধান।”
তিনি আরও বলেন, “বিগত দিনের ট্র্যাডিশনাল নির্বাচন পদ্ধতি ব্যর্থ হয়েছে। সুষ্ঠু নির্বাচন করতে হলে পিআর পদ্ধতির বিকল্প নেই।”
জামায়াত নেতা বলেন, “ফেয়ার ইলেকশন করতে চাই আমরা, ইলেকশন কমিশন, সরকার এবং বাংলাদেশের জনগণ। জামায়াত সবসময়ই সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে সোচ্চার ছিল। এজন্যই আমরা কেয়ারটেকার সরকার পদ্ধতি চালু করেছিলাম। কেয়ারটেকার ব্যবস্থার প্রবর্তক ছিলেন জামায়াতে ইসলামীর তৎকালীন আমির প্রফেসর গোলাম আজম।”
আযাদ অভিযোগ করেন, বর্তমানে ভোটের মাঠে সবার জন্য সমান সুযোগ নেই। তিনি বলেন, “নির্বাচনের জন্য আমরা যে শর্ত ও দাবিগুলো দিয়েছি, সেগুলো পূরণ করেই নির্বাচন দিতে হবে। তাহলে প্রতিশ্রুতির মতো ভালো নির্বাচন হবে। অন্যথায় তা সম্ভব নয়।”



