নতুন সংবিধান আমাদের জন্য অপরিহার্য: জয়নাল আবেদীন শিশির
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ০৬:২৭ পিএম
ছবি : সংগৃহীত
রাজনীতির অঙ্গনে নতুন সংবিধান প্রণয়ন ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে তা কার্যকর করার দাবি নিয়ে সক্রিয় হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতা-কর্মীরা বিভিন্ন বক্তৃতা ও বিবৃতিতে এই দাবি বারবার জোর দিয়ে তুলেছেন।
নেতাদের বক্তব্য অনুযায়ী,দেশের রাজনৈতিক কাঠামোকে স্বচ্ছ ও ন্যায়সঙ্গত করতে নতুন সংবিধান অপরিহার্য। তারা মনে করছেন, সংবিধান বাস্তবায়নের একমাত্র উপায় হলো গণপরিষদ নির্বাচন।
জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির বলেন,‘তুন সংবিধান আমাদের জন্য অপরিহার্য। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সেই সংবিধান বাস্তবায়ন করেই আমরা পুরনো এস্টাবলিশমেন্টের অপরাজনীতি চিরতরে শেষ করবো।’



