বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ০৪:০৩ পিএম
ছবি : সংগৃহীত
আগামী ১ সেপ্টেম্বর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (২০ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩১ আগস্ট দুপুর দুইটায় রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ১ সেপ্টেম্বর ভোরে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হবে। পরে বেলা ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে দোয়া, ফাতেহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন করা হবে। একইদিন মহানগর ও জেলা পর্যায়ে আলোচনা সভা ও র্যালির আয়োজন করবে দলটি।
২ সেপ্টেম্বর দুপুর দুইটায় নয়াপল্টন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করবে বিএনপি। ৩ সেপ্টেম্বর উপজেলা ও পৌরসভা পর্যায়ে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হবে। ৪ সেপ্টেম্বর বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করবে দলটি। ৫ সেপ্টেম্বর রাজধানীতে একটি গোলটেবিল বৈঠকের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটবে।



