Logo
Logo
×

রাজনীতি

নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে: চরমোনাই পীর

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ০৩:০৫ পিএম

নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে: চরমোনাই পীর

চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। ছবি : সংগৃহীত

নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে, সংস্কার না করে আগের নিয়মে নির্বাচন হতে পারে না- এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।

তিনি বলেন, দেশ যখন আগুনের মতো জ্বলছিল, তখন অন্যায়, খুনখারাবি ও বৈষম্য থেকে দেশকে মুক্ত করার জন্য ছাত্র-জনতা রাজপথে নেমে এসেছিল। তারা রক্ত দিয়ে দেশকে উদ্ধার করেছে। যদি কোনো অশুভ চক্র চাপ প্রয়োগ করে প্রধান উপদেষ্টাকে সংস্কারের আগে নির্বাচন ঘোষণা করতে বাধ্য করে, তাহলে পরিষ্কার বলছি- আমরা ছাত্র-জনতা কিন্তু রাজপথ ছাড়িনি। যতদিন দেশের আইনশৃঙ্খলা সুন্দর না হবে, কাক্সিক্ষত সংস্কার না হবে, বিচার দৃশ্যমান না হবে, ততক্ষণ বাংলার জমিনে আগের নিয়মে নির্বাচন হতে পারে না; হতে দেওয়া হবে না।

মঙ্গলবার রাজধানীর বায়তুল মোকাররমের সামনে সমাবেশে তিনি এসব কথা বলেন। জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে সমাবেশ করে দলটির ঢাকা দুই মহানগর।

সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। বিশেষ অতিথি ছিলেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, অধ্যাপক আশরাফ আলী আকন, দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতেয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আব্দুল কাউয়ুম, সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক কেএম শরীয়াতুল্লাহ প্রমুখ।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন