‘সংস্কার ছাড়া নির্বাচন নয়’ — চরমোনাই পীর
স্টাফ রিপোর্টার :
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১০:৪৮ পিএম
ছবি-সংগৃহীত
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, সংস্কার দৃশ্যমান না হওয়া পর্যন্ত দেশে আগের নিয়মে নির্বাচন হতে পারে না; হতে দেওয়া হবে না।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, দেশ যখন আগুনের মতো জ্বলছিল, তখন ছাত্র-জনতা অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে রাজপথে নেমেছিল। তারা রক্ত দিয়ে দেশকে উদ্ধার করেছে। কিন্তু যদি কোনো অশুভ চক্র প্রধান উপদেষ্টাকে সংস্কারের আগে নির্বাচন ঘোষণায় বাধ্য করে, তাহলে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি-আমরা ছাত্র-জনতা এখনো রাজপথে আছি, এ নির্বাচন হতে দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, বিগত ৫৪ বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, সেটাই পরিবর্তন করা আমাদের প্রধান লক্ষ্য। বিশ্বের বহু দেশে যে পিআর (Proportional Representation) পদ্ধতি চালু হয়েছে, তা-ই কালো টাকার দৌরাত্ম্য, মাস্তানি ও সন্ত্রাস বন্ধের একমাত্র উপায়। জরিপেও দেখা যাচ্ছে, অধিকাংশ মানুষ পিআর পদ্ধতি চায়। এখন এটি সারাদেশের মানুষের অভিন্ন দাবিতে পরিণত হয়েছে।”
চরমোনাই পীর বলেন, সংস্কার দৃশ্যমান হতে হবে। নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে। নির্বাচনের পরে তা দেওয়া হলে কোনো কাজে আসবে না। বিদেশি আধিপত্য, সন্ত্রাস, টেন্ডারবাজি ও রাহাজানি থেকে মুক্তির পথ একটাই-পিআর পদ্ধতির নির্বাচন। তিনি আরও জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দাবিতে রাজপথে কর্মসূচি চালিয়ে যাবে।
সমাবেশে সভাপতিত্ব করেন প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। প্রধান বক্তা ছিলেন মহানগর দক্ষিণের সভাপতি ও দলের যুগ্মমহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম।
এ ছাড়া বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম ও মুফতি রেজাউল করীম আবরার প্রমুখ।
সমাবেশ শেষে চরমোনাই পীরের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে পল্টন মোড়, বিজয়নগর পানির ট্যাংক পর্যন্ত গিয়ে সংক্ষিপ্ত বক্তব্য ও দোয়ার মাধ্যমে শেষ হয়।



