নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশকারীরা গণতন্ত্রের শক্তি নয় : সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ০২:২২ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ফাইল ফটো
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আজ যারা বিভিন্ন বক্তব্যের মাধ্যমে নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছে তারা গণতন্ত্র ও দেশের মানুষের পক্ষের শক্তি নয়।
শনিবার (১৬ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে যুবদল আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন বলেন, খালেদা জিয়া শুধু একটি নাম নয়, তিনি একটি ইতিহাস। স্বাধীনতা যুদ্ধের সময় বন্দিত্ব থেকে শুরু করে স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে তিনি ‘আপসহীন দেশনেত্রী’ উপাধি অর্জন করেছেন। সংসদীয় গণতন্ত্র ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান অনস্বীকার্য।
তিনি আরও বলেন, খালেদা জিয়া আজও বাংলাদেশের মানুষের আলোর দিশারি হিসেবে বেঁচে আছেন। তার জন্মদিনে আমরা প্রার্থনা করি তিনি গণতন্ত্র ও স্বাধীনতার রক্ষাকবচ হিসেবে আরও দীর্ঘায়ু হোন।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, খালেদা জিয়ার নির্দেশনা অনুযায়ী বিএনপি আলোচনার মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণের পথ সহজ করতে কাজ করছে। সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য জাতি অপেক্ষা করছে।
তিনি অভিযোগ করেন, কিছু মহল নির্বাচন নিয়ে শঙ্কা সৃষ্টি করে গণতন্ত্রকে ব্যাহত করতে চাইছে। কিন্তু দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগে দৃঢ় প্রতিজ্ঞ। গণতন্ত্রবিরোধী যেকোনো শক্তির বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবে।
বিএনপির এই নেতা সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার আহ্বান জানান।



