বঙ্গবন্ধু বাংলাদেশের স্থপতি,জাতির পিতা ইব্রাহিম (আঃ)
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ০৫:৪৭ পিএম
ছবি-যুগের চিন্তা
"বাংলাদেশের জন্ম, স্বাধীনতার পতাকা আর মুক্তির পথ—সব কিছুর পেছনে যে মহান নেতার সাহস, ত্যাগ আর দূরদৃষ্টি আছে, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তিনি বাংলাদেশের স্থপতি—এ নিয়ে কোনো দ্বিধা নেই।
তবে ইতিহাসের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, জাতির পিতা একমাত্র ইব্রাহিম (আঃ)।
তাই বঙ্গবন্ধুকে আমরা বাংলাদেশের স্থপতি হিসেবে সম্মান জানাই, কৃতজ্ঞতা জানাই, কিন্তু জাতির পিতা নয়।
শ্রদ্ধা ও ভালোবাসা চিরকাল থাকবে তাঁর প্রতি। ইতিহাস তাঁর অবদান কখনো ভুলবে না।"



