জিয়াউর রহমান শতাব্দীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক: বুলু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ০৭:৫০ পিএম
ছবি : সংগৃহীত
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শতাব্দীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হিসেবে অভিহিত করেছেন দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। তিনি বলেন, মুসলিম বিশ্বে হজরত ওমরের পর যদি কোনো সৎ, যোগ্য ও দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক থাকেন, তিনি হচ্ছেন শহীদ জিয়াউর রহমান।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে কুমিল্লার লাকসাম পৌর অডিটোরিয়ামে আয়োজিত লাকসাম, মনোহরগঞ্জ উপজেলা ও লাকসাম পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
বুলু বলেন, জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার সময় রুপার চেইনে একটি ছোট্ট কোরআন শরীফ গলায় ধারণ করতেন। তিনি ৩০ পারা কোরআন বুকে নিয়ে দেশ পরিচালনা করেছেন। এমন একজন মানুষই প্রকৃত মুমিন, খাঁটি দেশপ্রেমিক।
তিনি আরও বলেন, যারা স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করেন না, তাদের এ দেশে ভোট চাওয়া বা নির্বাচন করার অধিকার নেই। নির্বাচিত সরকার ছাড়া দেশের স্বাধীনতা ও স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব নয়। আইনশৃঙ্খলা সংকটসহ সব সমস্যার একমাত্র সমাধান নির্বাচন।
বাংলাদেশ সেনাবাহিনীকে মুক্তিযুদ্ধের বাহিনী হিসেবে অভিহিত করে তিনি বলেন, যারা সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেন, তারা দেশের বন্ধু নয়, বরং অন্য দেশের এজেন্ট হিসেবে স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছেন। সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তারা দেশের স্বাধীনতা রক্ষায় অটল রয়েছেন।
বেগম খালেদা জিয়ার বক্তব্য উদ্ধৃত করে বরকত উল্লাহ বুলু বলেন, নির্বাচন কমিশন, সরকার ও অন্তর্বর্তীকালীন সরকার যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করে, তাহলে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, শিল্পবিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল কালাম, বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া এবং জেলা সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



