Logo
Logo
×

রাজনীতি

ওসিকে 'ল্যাংটা' করার হুমকি দিয়ে পদ হারালেন বিএনপি নেতা

Icon

কক্সবাজার প্রতিনিধি :

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ০৬:০৩ পিএম

ওসিকে 'ল্যাংটা' করার হুমকি দিয়ে পদ হারালেন বিএনপি নেতা

ছবি-যুগের চিন্তা

কক্সবাজারের মহেশখালী থানার ওসিকে ‘ল্যাংটা করে তাড়িয়ে’ দেওয়ার হুমকি দেওয়ায় মহেশখালী দ্বীপের এক বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বহিষ্কৃত আক্তার হোসেন মহেশখালী পৌর বিএনপির আহ্বায়ক ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশখালী থানার ওসিকে অশোভন গালিগালাজ করে হুমকি এবং সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কক্সবাজার জেলা বিএনপির সদস্য ও দলের মহেশখালী পৌরসভা কমিটির সাবেক আহ্বায়ক আক্তার হোসেনের প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

এর আগে বুধবার (১৩ আগস্ট) বিকেল ৩টায় মহেশখালী পৌরসভায় দিঘীর পাড়ে আয়োজিত উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক প্রয়াত শফি উল্লাহ শফির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় আকতার হোসেন ওসিকে উদ্দেশ করে একের পর এক অভিযোগ তোলেন।

সভায় তিনি বলেন, ‘মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক আওয়ামী লীগের দোসরদের নিয়ে চা খান অফিসে। ওসি সাহেব দোকান বন্ধ করেন আপনার। আপনাকে ল্যাংটা করে মহেশখালী থেকে তাড়িয়ে দেওয়া হবে।’

এমন বক্তব্য দেওয়ার পর মহেশখালী জুড়ে তোলপাড় সৃষ্টি শুরু হয়।

বিএনপি নেতার এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে মহেশখালী থানার ওসি মনজুরুল হক জানান, তিনি এখনো ওই বক্তব্যের ভিডিও দেখেননি ও শোনেননি।

অকথ্য ভাষায়’ বক্তব্যের প্রেক্ষিতে কোনো ব্যবস্থা নেবেন কি-না জানতে চাইলে ওসি মনজুরুল হক বলেন, “দেখি, এখনো চিন্তা করিনি।”

ধরণের বক্তব্যের বিষয়ে জানতে মহেশখালী পৌর বিএনপির আহ্বায়ক আকতার হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর বিজয় মিছিলে সন্ধ্যায় পৌরসভায় সন্ত্রাসী হামলার শিকার হন মহেশখালী উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক ও মহেশখালী উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শফি উল্লাহ শফি। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৩ আগস্ট মৃত্যু হয় তার।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন