Logo
Logo
×

রাজনীতি

ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে: শামসুজ্জামান দুদু

Icon

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ০২:১৩ পিএম

ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে: শামসুজ্জামান দুদু

অপরাজেয় বাংলাদেশের সমাবেশে উপস্থিত ছিলেন শামসুজ্জামান দুদু। ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, যথাসময়ে, ঘোষিত ফেব্রুয়ারি মাসেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। তিনি অভিযোগ করেন, দেশে ও বিদেশে ফ্যাসিবাদ নতুন করে মাথা তুলতে চাইছে, যা গণতন্ত্রের জন্য অশুভ সংকেত।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত ‘জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে প্রতীকী যুব সমাবেশে’ তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, স্বৈরতন্ত্রের পতন মানেই সব অর্জন হয়নি; গণতন্ত্র, অধিকার ও স্বাধীনতার পূর্ণ প্রতিষ্ঠার জন্য একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন জরুরি। তিনি সতর্ক করে বলেন, ফেব্রুয়ারির নির্ধারিত নির্বাচন যেন কোনোভাবেই পিছিয়ে না যায়।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ঐতিহাসিক নির্বাচন আয়োজনের ঘোষণার কথা উল্লেখ করে দুদু বলেন, গণতন্ত্র রক্ষায় সবাইকে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে।

অনুষ্ঠানে অপরাজেয় বাংলাদেশের সহসভাপতি এমএ আজাদ চয়ন সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী সঞ্চালনা করেন। বিএনপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন