আমি নির্বাচনকালীন সরকারে থাকছি না : আসিফ মাহমুদ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ০২:৫৪ পিএম
ছবি- সংগৃহীত
নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার (১২ আগস্ট) ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মুহিউদ্দীনের সঞ্চালনায় একটি টক শোতে অংশ নিয়ে তিনি বলেন, “যারা রাজনীতিতে যুক্ত বা যুক্ত হওয়ার পরিকল্পনা করছেন, তাদের নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয়। তফসিল ঘোষণার আগেই তাদের পদত্যাগ করা উচিত।”
তিনি আরও জানান, “আমি ২০১৮ সাল থেকে রাজনীতির সঙ্গে যুক্ত। তাই নির্বাচনকালীন সরকারে থাকছি না, এটা নিশ্চিত।”
তবে আসিফ মাহমুদ আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী হবেন কি না কিংবা জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেবেন কি না—এসব বিষয়ে স্পষ্ট কোনো মন্তব্য করেননি।
জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে আসিফ মাহমুদ বলেন, “আমার হাতে এখনো কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এর মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ একটি বড় অর্জন। তবে জুলাই সনদ এবং স্থানীয় সরকারের সংস্কার প্রস্তাব বাস্তবায়ন এখনো বাকি। এসব দায়িত্ব শেষ না করতে পারলে ইতিহাসের কাছে দায়বদ্ধ থাকব।”
তিনি আরও জানান, রাজনীতিতে সক্রিয় হলেও তিনি কুমিল্লার মুরাদনগরকেন্দ্রিক রাজনীতিতে যুক্ত হবেন না। তার ভাষায়, “আমি যদি রাজনীতি করি, তাহলে তা কেন্দ্রীয়ভাবে করব। স্থানীয় রাজনীতিতে অংশ নেব না।”



