Logo
Logo
×

রাজনীতি

জনরায় পেলে দেশ পরিচালনায় ঐক্যবদ্ধভাবে কাজ করবে বিএনপি: তারেক রহমান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০৯:১৫ পিএম

জনরায় পেলে দেশ পরিচালনায় ঐক্যবদ্ধভাবে কাজ করবে বিএনপি: তারেক রহমান

ছবি : সংগৃহীত

আগামী জাতীয় নির্বাচনে জনরায় পেলে বিএনপি ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনা করবে বলে অঙ্গীকার করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১২ আগস্ট) আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘যুব সমাবেশের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশন জানিয়েছে, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে দেশ গড়ার সুযোগ দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, “যারা আজ এখানে বক্তব্য দিয়েছেন, তাদের সহযোগিতা চাই। সংবাদকর্মীদের মাধ্যমে দেশের মানুষের কাছে বলতে চাই— ভোট দিন ধানের শীষে, দেশ গড়বো মিলে-মিশে।”

বিএনপির রাজনীতিকে কর্মসংস্থানের ভিত্তিতে গড়ে তোলার পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, “আমাদের রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। প্রযুক্তিনির্ভর যুব সমাজ গড়ে তোলার মাধ্যমে আমরা কর্মমুখী বাংলাদেশ নির্মাণ করতে চাই।”

তিনি আরও বলেন, “জনগণ প্রচলিত রাজনীতির পরিবর্তন চায়। প্রতিশ্রুতি নয়, প্রতিশ্রুতির বাস্তবায়নই আমাদের লক্ষ্য। প্রতিটি সেক্টরে কীভাবে পরিকল্পনা বাস্তবায়ন করা যায়, তা নিয়ে আমরা কাজ করছি। তরুণদের প্রতি আহ্বান— বিএনপির জনমুখী কর্মপরিকল্পনা জনগণের সামনে তুলে ধরুন।”

তারেক রহমান বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি কর্মক্ষম, যা ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ হিসেবে বিবেচিত হতে পারে। এই জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারলে তা দেশের উন্নয়নের প্রধান নিয়ামক হয়ে উঠবে।

তিনি বলেন, “তরুণ ও যুবশক্তিকে কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে পারলে বর্তমান জনসংখ্যা দেশের জন্য আশীর্বাদে পরিণত হবে। বিএনপি সেই লক্ষ্যেই কাজ করছে।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএস জিলানী। সঞ্চালনায় ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, উপদেষ্টা মাহাদি আমিন, সাংবাদিক মুক্তাদির রশীদ রুমি ও শরীফুল ইসলাম খান, নাট্য নির্মাতা মাসরুর রশীদ বান্নাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাফসীর, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান এবং ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন