Logo
Logo
×

রাজনীতি

তরুণদের সামরিক প্রশিক্ষণের আহ্বান নাহিদ ইসলামের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০৮:৫২ পিএম

তরুণদের সামরিক প্রশিক্ষণের আহ্বান নাহিদ ইসলামের

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় তরুণদের সামরিক প্রশিক্ষণ দিয়ে গণপ্রতিরক্ষার অংশীদার হিসেবে গড়ে তুলতে হবে। মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) আয়োজিত জাতীয় যুব সম্মেলন ২০২৫-এ তিনি এসব কথা বলেন। সম্মেলনের আয়োজন করে এনসিপির যুব উইং ‘জাতীয় যুবশক্তি’।

নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের পর তরুণদের মধ্যে যে শক্তি তৈরি হয়েছে, তা রাষ্ট্র কতটা কাজে লাগাবে, সেই সিদ্ধান্ত এখনই নিতে হবে। তিনি প্রতিশ্রুতি দেন, দেশের তরুণদের প্রতি এনসিপির দেওয়া ওয়াদা পূরণ করা হবে।

তিনি জানান, সারাদেশে জাতীয় যুবশক্তির ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে, যার প্রমাণ মিলেছে জুলাই পদযাত্রায়। দেশের প্রায় প্রতিটি জেলা থেকে সংগঠকরা অংশ নিয়েছেন এবং তরুণদের রাজপথে নিয়ে এসেছেন।

২৪-এর গণঅভ্যুত্থান ব্যর্থ করতে নানা আয়োজন চলছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, “সমীকরণ এখনও শেষ হয়নি। যারা এখনই হিসাব মেলাতে চাইছে, তারা ভুল করছে। গত এক বছরে ছাড় দিয়েছি, কিন্তু জুলাই সনদে এক শতাংশও ছাড় দেওয়া হবে না।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “অভ্যুত্থানের শক্তি এখনো রাজপথে আছে। আকাঙ্ক্ষা পূরণ না হওয়ায় এনসিপি আর ছাড় দেবে না। জুলাই সনদের উদ্দেশ্য বাস্তবায়ন করেই নির্বাচনে অংশ নেওয়া হবে।”

নাহিদ ইসলাম আরও বলেন, “নিজেদের মধ্যে ঐক্য না থাকলে আবারও ১/১১-এর মতো পরিস্থিতি ফিরে আসতে পারে। আমরা নির্বাচন চাই, তবে তা হতে হবে পরিবর্তনের মধ্য দিয়ে। প্রতিশ্রুতি বাস্তবায়ন ছাড়া কোনো দল ক্ষমতায় যেতে পারবে না।”

তিনি দলের অভ্যন্তরীণ সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে বলেন, “চাঁদাবাজি কোনো রাজনৈতিক দলের ইমেজের জন্য ভালো নয়। যারা সুবিধা নিতে দলে এসেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”

আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “জাতীয় নাগরিক পার্টি যেমন রাজপথ থেকে গড়ে ওঠা দল, তেমনি যুবশক্তিও রাজপথ থেকে সংগঠিত হয়েছে। যুবশক্তি শুধু এনসিপির নয়, দেশের ভ্যানগার্ড হবে। ক্ষমতার নির্ধারকরা যদি তরুণদের প্রতারিত করে, তাহলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন