Logo
Logo
×

রাজনীতি

নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিয়েছে ছাত্রদল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১০:০৬ পিএম

নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিয়েছে ছাত্রদল

ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে শালীনতা, সহনশীলতা, সাংগঠনিক শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নির্দেশনা প্রদান করেন।

রোববার (১০ আগস্ট) রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্যপ্রযুক্তির এই যুগে সামাজিক যোগাযোগমাধ্যম মতপ্রকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। এর যথাযথ ব্যবহারে ছাত্রদলের নেতাকর্মীদের দায়িত্বশীলতা, সহনশীলতা, গণতন্ত্রের প্রতি অঙ্গীকার, নারীর প্রতি সম্মান এবং ধর্মীয় সহাবস্থানের প্রতি শ্রদ্ধাশীল আচরণ অপরিহার্য।

ছাত্রদল জানায়, মতাদর্শগত পার্থক্য থাকলেও বিতর্ক হতে হবে সম্মানজনক ও শ্রদ্ধাশীল। সংগঠনের আদর্শ ও নীতির সঙ্গে সংগতিপূর্ণ আচরণ বজায় রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।

নারীর প্রতি শ্রদ্ধা ও রাজনীতিতে নারীদের অংশগ্রহণে উৎসাহ প্রদানের বিষয়টি পুনর্ব্যক্ত করে ছাত্রদল জানায়, সংগঠনের দৃষ্টিভঙ্গির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ আচরণ করলে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ধর্মীয় স্বাধীনতা ও সহাবস্থানের নীতিতে বিশ্বাসী ছাত্রদল মুসলিম জনগোষ্ঠীর পর্দা পালনের অধিকারকে সম্মান করে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। শিক্ষাঙ্গনে সেক্যুলারিজমের নামে পর্দার ওপর কড়াকড়ির প্রতিবাদে ছাত্রদলের অবস্থান পুনর্ব্যক্ত করা হয়।

নেতৃবৃন্দ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রদলের নেতাকর্মীরা সব সময় বিনয়, পরিশীলতা, সহনশীলতা ও সাংগঠনিক শৃঙ্খলার নীতিমালা অনুসরণ করবেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন