নষ্ট হচ্ছে জুলাই ঐক্য : শিবির সভাপতি
চট্টগ্রাম প্রতিনিধি :
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ০৬:৫৬ পিএম
ছবি-সংগৃহীত
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, অন্য ছাত্রসংগঠনগুলোর নেতাদের আক্রমণাত্মক বক্তব্যে নষ্ট হচ্ছে জুলাই ঐক্য। এ জায়গা থেকে আমাদের সরে আসতে হবে। অন্যথায় ফ্যাসিবাদী আওয়ামী লীগই এর বেশি সুবিধা নেবে।
আমরা এখনও পর্যন্ত তিক্ততা তৈরি করে এমন কোনো বক্তব্য বা বিবৃতি দিয়েছি এটা কেউ দেখাতে পারবে না। কিন্তু অন্য ছাত্র সংগঠনগুলোর নেতারা ১০ মিনিট বক্তব্য রাখলে সেখানে ৯ মিনিট শিবিরকে নিয়ে কথা বলে।
রোববার (১০ আগস্ট) দুপুরে চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে শিবির চট্টগ্রাম মহানগর উত্তর আয়োজিত এসএসসি ও দাখিলে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
জাহিদুল ইসলাম বলেন, পতিত ফ্যাসিস্টরা বসে নাই। সবাইতো হেলিকপ্টারে পালাতে পারেনি। বড় একটা অংশ দেশে এবং বড় একটা অংশ বাইরে আছে। তারা লুটপাটের অর্থ অরাজকতার কাজে ব্যবহার করছে। গোপালগঞ্জে প্রশাসনের অনেক কর্মকর্তাসহ সাবেক এমপিরা বিনিয়োগ করে এই ঘটনা ঘটিয়েছে। আমাদের মধ্যে যত অনৈক্য তৈরি হবে তারা ততো সুযোগ নেবে।



