নারায়ণগঞ্জ-৪ আসন : বিএনপির প্রার্থী হতে চান সহকারী অ্যাটর্নি জেনারেল আল আমীন সিদ্দিকী
নারায়ণগঞ্জ প্রতিনিধি :
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ০১:৫২ পিএম
ছবি - বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী সহকারী অ্যাটর্নি জেনারেল আল আমীন সিদ্দিকী
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দলীয় মনোনয়নের তালিকায় সহকারী অ্যাটর্নি জেনারেল আল আমীন সিদ্দিকীর নাম উঠে এসেছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তিনি এই আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।
আল আমীন সিদ্দিকী নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের গাজীনগর গ্রামের বাসিন্দা। একজন প্রগতিশীল ও উদার জাতীয়তাবাদী আইনজীবী হিসেবে তিনি স্থানীয়ভাবে ব্যাপক পরিচিত। বর্তমানে তিনি বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন এবং মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এছাড়া, তিনি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য হিসেবে সমাজসেবামূলক কার্যক্রমেও জড়িত।
রাজনৈতিক জীবনে আল আমীন সিদ্দিকী বিএনপির সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত। তিনি বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, ফতুল্লা থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক, যুগ্ম আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির মাধ্যমে জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
আল আমীন সিদ্দিকীর রাজনৈতিক দর্শন তার একটি উক্তিতে স্পষ্ট হয়, “যেই রাজনীতি মানুষের মধ্যকার সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে বিনষ্ট করে সেই রাজনীতিতে আমি বিশ্বাসী নই।” তিনি ১৯৭১ সালের মহান স্বাধীনতাযুদ্ধকে বাংলাদেশের সবচেয়ে বড় জাতীয়তাবাদী সংগ্রাম এবং স্বাধীন-সার্বভৌম বাংলাদেশকে সবচেয়ে বড় জাতীয়তাবাদী অর্জন হিসেবে বিবেচনা করেন।
নারায়ণগঞ্জ-৪ আসনে তার সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশা নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। তার আইন পেশা, সমাজসেবা এবং রাজনৈতিক সক্রিয়তার পটভূমি তাকে এই আসনে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।



