Logo
Logo
×

রাজনীতি

গণতন্ত্র এখনও পুনঃপ্রতিষ্ঠিত হয়নি: তারেক রহমান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ০৯:৫৪ পিএম

গণতন্ত্র এখনও পুনঃপ্রতিষ্ঠিত হয়নি: তারেক রহমান

ছবি : সংগৃহীত

ফ্যাসিবাদের পতন ঘটলেও দেশে এখনো প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি—এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সবাইকে সজাগ থাকতে হবে এবং জাতীয় ঐক্যকে আরও সুসংহত করতে হবে।

শনিবার (৯ আগস্ট) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে যুগপৎ আন্দোলনের নেতাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। লন্ডন থেকে মতবিনিময়ে অংশ নিয়ে তারেক রহমান আগামী নির্বাচনে জনগণের রায়কে সম্মান জানিয়ে ৩১ দফার ভিত্তিতে ভবিষ্যৎ বাংলাদেশকে গণতান্ত্রিকভাবে পরিচালনার আহ্বান জানান।

এদিন মতবিনিময়ে অংশ নেন জন অধিকার, পিপলস পার্টি, ন্যাপ ভাসানী, গণতান্ত্রিক বাম ঐক্য, আমজনতা দল, গণফোরাম, এনডিএম, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি ও গণতন্ত্র মঞ্চের নেতারা।

এর আগে শুক্রবার (৮ আগস্ট) ১২ দলীয় জোট ও সমমনা জোটসহ মোট ২৪টি দলের সঙ্গে মতবিনিময় করেন তিনি। আজকের আলোচনায় আরও ১৮টি দল ও জোট অংশ নেয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন