গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাঙ্গামাটিতে বিএনপির আনন্দ র্যালি
রাঙ্গামাটি প্রতিনিধি :
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ০৫:৫০ পিএম
ছবি-যুুগের চিন্তা
২৪ এর গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাঙ্গামাটিতে জেলা বিএনপি আনন্দ র্যালি বের করেছে। বুধবার সকালে শহরের পৌরসভা প্রাঙ্গন থেকে হাজারো নেতা কর্মী নিয়ে বৃষ্টি উপেক্ষা করে এই র্যালি বের করা হয়েছে।
র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট চত্ত্বরে গিয়ে সমাপ্ত হয়েছে। সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান। তার বক্তবে বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে।
জুলাই যোদ্ধাদের সব আহত নিহতদের স্মরণ আজকের এই বিজয় মিছিল। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমাদের সকল কার্যক্রম পরিচালনা করবো।সমাবেশে বিএনপির নেতারা বলেন, অন্তরর্বর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসার ড. মুহাম্মদ ইউনুস গত মঙ্গলবার জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে নিজেকে দায়-মুক্ত করেছেন।
নির্বাচন ঘিরে নানান ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপি সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করবে। জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে জাতি নতুন একটি কংলকমুক্ত দেশ পেয়েছে। জুলাই যোদ্ধাদের রক্তের সাথে আমরা বেইমানি করবো না।
জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদারের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুন,সাবেক উপমন্ত্রী বাবু মনি স্বপন দেওয়ান ও সদস্য মৈত্রি দেওয়ান প্রমুখ।



