Logo
Logo
×

রাজনীতি

সংস্কার ছাড়া নির্বাচন হলে বিদ্রোহের হুঁশিয়ারি জামায়াতের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০৫:০২ পিএম

সংস্কার ছাড়া নির্বাচন হলে বিদ্রোহের হুঁশিয়ারি জামায়াতের

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে রাজধানীজুড়ে ইসলামী দল ও সংগঠনগুলোর নানা কর্মসূচিতে জনসমাগমে মুখর হয়ে ওঠে রাজপথ। মঙ্গলবার (৫ আগস্ট) আয়োজিত সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আওয়ামী লীগের দোষীদের বিচার এবং মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশে নতুন করে বিদ্রোহ দেখা দিতে পারে।

পল্টন মোড় থেকে শুরু করে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিল-পূর্ব সমাবেশে দলটির সেক্রেটারি জেনারেল বলেন, বিচারহীনতার পরিবেশে নির্বাচন হলে তা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে। মহাখালীতে পৃথক এক অনুষ্ঠানে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে বলেন, সংস্কার ছাড়া নির্বাচন জাতিকে বিভ্রান্ত করবে।

এদিন ছাত্রশিবির কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ পর্যন্ত ‘জুলাই র‌্যালি’ আয়োজন করে। র‌্যালি শেষে নেতারা বলেন, এখনও অনেক জায়গায় ফ্যাসিস্টদের অনুসারীরা সক্রিয় রয়েছে, তাদের সরিয়ে দিয়ে ফ্যাসিবাদী কাঠামো বিলোপ করতে হবে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমাবেশ করে। সেখানে দলটির আমির সৈয়দ রেজাউল করীম বলেন, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে নতুন অভ্যুত্থান প্রয়োজন। তিনি জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এছাড়া মতিঝিল শাপলা চত্বরে ইন্তেফাদা বাংলাদেশ আয়োজিত সমাবেশে আলেম সমাজের প্রতিনিধিরা অংশ নেন এবং গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের দাবি জানান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন