Logo
Logo
×

রাজনীতি

জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি, ঐকমত্যে ১২ বিষয়ে একমত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০২:১১ পিএম

জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি, ঐকমত্যে ১২ বিষয়ে একমত

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যে কোনো সময় জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার (৪ আগস্ট) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি জানান, জুলাই সনদ হাতে পাওয়ার পর ৩০ জুলাই বিএনপি কিছু সংশোধনসহ লিখিত জবাব দিয়েছে এবং সনদ বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতা করেছে। তবে সনদ নিয়ে কিছু মহল প্রশ্ন তুললেও বিএনপি সহযোগিতায় পিছিয়ে নেই বলে দাবি করেন তিনি।

জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, এর ঐতিহাসিক ও রাজনৈতিক গুরুত্ব রয়েছে। ঘোষণাপত্রে ২৬ মার্চকে উপস্থাপন না করার প্রস্তাবে বিএনপি দ্বিমত পোষণ করেছে। এছাড়া রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি চতুর্থ তফসিলের মাধ্যমে দেওয়ার প্রস্তাবও রয়েছে। বিএনপি যে সংশোধনী দিয়েছে, তা গ্রহণ না হলে ঘোষণাপত্র পাঠের পর দলীয় প্রতিক্রিয়া জানানো হবে।

তিনি আরও জানান, জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার কমিশনের ১৯টি মৌলিক বিষয়ে আলোচনা হয়েছে, যার মধ্যে ১২টিতে বিএনপি একমত হয়েছে এবং ৭টিতে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে।

এদিকে, মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে বিএনপি এখনও কোনো দাওয়াত পায়নি বলেও জানান সালাহউদ্দিন আহমদ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন