Logo
Logo
×

রাজনীতি

সমাবেশ থেকে দেশবাসীকে নতুন বার্তা দেবে এনসিপি

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ০৪:৪৭ পিএম

সমাবেশ থেকে দেশবাসীকে নতুন বার্তা দেবে এনসিপি

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ শিরোনামে সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ সমাবেশ থেকে বাংলাদেশকে নতুনভাবে নির্মাণের বার্তা দিতে চায় দলটি।

এরই মধ্যে সমাবেশকে কেন্দ্র করে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়েছেন। এ ছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে নেতা–কর্মীরা স্লোগানে স্লোগানে মিছিল নিয়ে এখানে জড়ো হচ্ছেন। রয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের পরিবারের সদস্যরা ও আহতরাও। সমাবেশে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর গড়ে ওঠা দল এনসিপি নতুন বাংলাদেশ গড়তে চায়। নতুন বাংলাদেশকে আমরা কীভাবে দেখতে চাই, বাংলাদেশের জন্য কী কী পরিকল্পনা আমরা নিতে চাই, কীভাবে দেশের শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষাসহ সবগুলো খাতে পরিবর্তনের মাধ্যমে দেশকে পরিবর্তন করতে চাই, সেটির রূপরেখা আজকে তুলে ধরা হবে। নতুন বাংলাদেশের ইশতেহার মানে দেশকে গড়ার নতুন রূপরেখা।’

এনসিপির আরেক নেতা সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, এইচএসসি পরীক্ষা ও শাহবাগে ছাত্রদলের সমাবেশকে কেন্দ্র করে সমাবেশের সময় বিকেল চারটায় দেওয়া হয়েছে। যাতে শিক্ষার্থীদের যানজটে পড়তে না হয়। ঢাকা মহানগর ও আশপাশের জেলা কমিটির নেতা–কর্মীরাই কেবল এ সমাবেশে অংশগ্রহণ করবে বলে জানান আরিফুল।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন