শেখ হাসিনাকে ফেরতের দাবিতে হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা জাগপার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ০২:৪৮ পিএম
ছবি : সংগৃহীত
ছাত্র-জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর দাবিতে আগামী ৬ আগস্ট ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। কর্মসূচির প্রস্তুতি হিসেবে শুক্রবার (১ আগস্ট) জাগপার ছাত্রসংগঠন 'জাগপা ছাত্রলীগ' রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট এলাকায় এক সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
জুমার নামাজ শেষে সংগঠনের নেতাকর্মীরা সমবেত হন এবং স্লোগানে মুখরিত করে আয়োজন শুরু করেন। পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে জাগপা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকী বলেন, "শেখ হাসিনাকে ফেরতের দাবিতে ১২ দলীয় জোটের পক্ষ থেকে ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি নেওয়া হয়েছে। আজকের সমাবেশ সেই কর্মসূচির প্রস্তুতির অংশ।"
এই সমাবেশে আরও উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার ও সাংগঠনিক সম্পাদক মো. জামাল আকন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে পুরানা পল্টন মোড় ঘুরে জাতীয় প্রেসক্লাবের দিকে এগিয়ে যায়। কর্মসূচির সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং এলাকাজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।



