Logo
Logo
×

রাজনীতি

ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে অংশ নিতে পারেন খালেদা জিয়া: আবদুল আউয়াল মিন্টু

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০৬:৩৭ পিএম

ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে অংশ নিতে পারেন খালেদা জিয়া: আবদুল আউয়াল মিন্টু

চলতি বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তাতে অংশ নিতে পারেন বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

বুধবার ফেনীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের একথা জানিয়েছেন মি. মিন্টু।

আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও সেটি আরও এগিয়ে আসতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি'র এই নেতা।

‘দেশে এখন যে অবস্থা ফেব্রুয়ারি আগেই নির্বাচন হতে পারে। হয়তো জানুয়ারিতেও হয়ে যেতে পারে। কারণ এখানে কোর্টে একটা কেইস এখন পেন্ডিং আছে, সুপ্রিমকোর্টে, কেয়ারটেকার সরকার নিয়া। কেয়ারটেকার সরকার যদি পুনঃপ্রবর্তন হয়, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার তখন কেয়ারটেকার হবে। কেয়ারটেকারে বলা আছে, ৯০ দিনে নির্বাচন। সো, আমি মনে করি নির্বাচন হবে।,

‘যদি ডিসেম্বরের ভেতর নির্বাচন হয়, আশা করি আমাদের দলের নেত্রী, ম্যাডামও (খালেদা জিয়া) কিন্তু নির্বাচন করবেন। উনি এখন ইনশাল্লাহ একটু সুস্থ আছেন। অতএব, আমাদের নির্বাচন নিয়া ফেনীতে কোনো চিন্তা নাই, সাংবাদিকদের বলেন মি. মিন্টু।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন