ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধে পূর্বঘোষিত সমাবেশের স্থান পরিবর্তন করায় বিএনপি ও ছাত্রদলকে কৃতজ্ঞতা জানিয়েছে দলটি।
বুধবার (৩০ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম লেখেন, “আমাদের অনুরোধের ভিত্তিতে সমাবেশের স্থান পরিবর্তন করায় বিএনপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।”
তিনি আরও বলেন, “পারস্পরিক সৌহার্দ্য ও সহাবস্থানের মধ্য দিয়ে এভাবেই ভবিষ্যৎ বাংলাদেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের বিকাশ সম্ভব।”
এর আগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩ আগস্ট শহীদ মিনারে ছাত্র সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। একই স্থানে একই দিনে এনসিপিও সমাবেশ আয়োজন করতে চাওয়ায় তাদের অনুরোধে স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাকিব বলেন, “সমাবেশের স্থান পরিবর্তন করা প্রস্তুতির পর বিব্রতকর হলেও সহাবস্থানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং জনভোগান্তি এড়াতে আমরা উদার মনোভাব দেখিয়েছি।”
তিনি আরও জানান, এবার সমাবেশটি শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে অনুষ্ঠিত হবে। এছাড়া নগরবাসীর অসুবিধার জন্য অগ্রিম দুঃখ প্রকাশও করেন তিনি।



